Daily Mint

এশিয়া কাপ ট্রফি বিতর্ক থেকে ক্রিকেটারদের ছবি ব্যবহারে বিরোধ: উত্তপ্ত হতে পারে আইসিসির বোর্ড সভা

৭ নভেম্বর দুবাইয়ে বসছে আইসিসির ত্রৈমাসিক বোর্ড সভা, যেখানে উত্তপ্ত আলোচনা হতে পারে এশিয়া কাপ ট্রফি বিতর্ক, যুক্তরাষ্ট্র ক্রিকেটের প্রশাসনিক সংকট ও খেলোয়াড়দের নাম-ছবি ব্যবহারের অধিকার নিয়ে আইসিসি ও ডব্লিউসিএর বিরোধ নিয়ে। এ ছাড়া আলোচনায় থাকবে অলিম্পিকে ক্রিকেটের যোগ্যতা নির্ধারণ, ভবিষ্যৎ টুর্নামেন্ট কাঠামো ও নতুন অর্থায়নের পরিকল্পনা। সব মিলিয়ে বৈঠকটি ক্রিকেট দুনিয়ার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.