Daily Mint

ডেঙ্গুতে এক দিনে ১০ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১,০৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকায় ৪০৩, ঢাকা বিভাগের বাইরে ২১৯, বরিশাল ১২৮, চট্টগ্রাম ৯৯, খুলনা ৬৮, ময়মনসিংহ ৭০, রাজশাহী ৩৪, রংপুর ৪৩ ও সিলেটে ৫ জন ভর্তি হয়েছেন। চলতি বছর মোট ৩০২ জন মারা গেছেন। এ পর্যন্ত ডেঙ্গুতে ৭৪,৯৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.