নির্বাচন দেরি হলে বিভিন্ন ধরনের আশঙ্কা–বিশৃঙ্খলার সম্ভাবনা আছে: জামায়াতের আমির
সিলেটে ফিরে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, আগামী ফেব্রুয়ারিতে সবার অংশগ্রহণে নির্বাচন আদায় করা হবে, দেরি হলে বিশৃঙ্খলার আশঙ্কা আছে। তিনি জানান, জামায়াত কোনো জোটে যাচ্ছে না, তবে সমঝোতায় অংশ নেবে। গণভোটের দাবি পুনর্ব্যক্ত করে বলেন, সেটির আইনি বাস্তবতা নিশ্চিত করতে হবে। প্রবাসীদের ভোটার নিবন্ধনের সময় ১৫ দিন বাড়ানোর আহ্বান জানান এবং তাদের প্রতিনিধিত্ব নিশ্চিতের প্রতিশ্রুতি দেন।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.