Daily Mint

বিজয় ভাষণে ট্রাম্পকে মামদানি বললেন, ‘আওয়াজ বাড়ান’

নিউইয়র্কের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি, যিনি প্রথম মুসলিম মেয়র হিসেবে ইতিহাস তৈরি করলেন। নির্বাচনী প্রচারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে অবস্থান নেন এবং স্বতন্ত্রপ্রার্থী অ্যান্ড্রু কুমোকে সমর্থন করেন। বিজয়ী ভাষণে জোহরান ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, ‘টার্ন দ্য ভলিউম আপ’। ব্রুকলিনে সমর্থকেরা তাকে শুভেচ্ছা জানায়। জোহরান বলেন, নিউইয়র্কে আশা বেঁচে আছে, এবং শহর আলোর প্রদীপ হবে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.