রূপালী ব্যাংকে নিয়োগ, আবেদন ডাক/কুরিয়ারে
রূপালী ব্যাংক পিএলসি চিফ সিকিউরিটি অফিসার (CSO) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদটি উপমহাব্যবস্থাপক (চুক্তিভিত্তিক) হিসেবে, শূন্যপদ ১টি। যোগ্যতার জন্য প্রতিরক্ষা বাহিনী বা আইনশৃঙ্খলা বাহিনীর কর্মরত বা অবসরপ্রাপ্ত মেজর/এসপি পদমর্যাদার কর্মকর্তা হতে হবে। বয়স সীমা ৪৫–৬০ বছর। ডাক/কুরিয়ার মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: উপমহাব্যবস্থাপক, প্রশাসন ও মানবসম্পদ বিভাগ, রূপালী ব্যাংক প্রধান কার্যালয়, ঢাকা। শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৫।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.