Daily Mint

সরকারি খরচে টুল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সুযোগ

সম্পূর্ণ সরকারি খরচে বিটাকের অধীনে টুল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে (টিটিআই) পিএলসি সার্টিফিকেট কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। ৩ মাস মেয়াদি এই কোর্সে আসনসংখ্যা ২৫। আবেদনপত্র জমা দিতে হবে ১৩ নভেম্বর ২০২৫ এর মধ্যে। যোগ্যতা ন্যূনতম এইচএসসি (বিজ্ঞান) বা ডিপ্লোমা/বিএসসি পাস। দরিদ্র, নারী, উপজাতি ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট, বৃত্তি ও চাকরির সুযোগ দেওয়া হবে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.